মাদারীপুর: [caption id="attachment_10875" align="alignleft" width="550"] ফাইল ছবি[/caption]মাদারীপুর সদর উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ‘ধর্ষণের’ অভিযোগে ওই মেয়ের বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কুনিয়া ইউনিয়নের একটি গ্রাম থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে মামলা করেছেন।
জানা গেছে, নিজ মেয়েকে নির্যাতনের ঘটনা জানাজানি হলে বাড়ি ছেড়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। মঙ্গলবার বাড়িতে ফিরে এলে লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
মাদারীপুর সদর থানার উপপরিদর্শক মেহেদি হাসান গণমাধ্যমকে জানান, মেয়েটির ওপর একাধিকবার তার বাবা নির্যাতন চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।