ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেল কেনার একদিন পর আসিফ (২২) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সরাইল-লাখাই সড়কের ধরন্তি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ উপজেলার সৈয়দটুলা গ্রামের লিলু ডাক্তারের নাতি লিংকন মিয়ার বড় ছেলে। তিন বছর প্রবাসে থেকে গত ৬ মাস আগে দেশে ফেরেন তিনি।
স্থানীয়রা জানান, ছেলের পিরাপিরিতে তার মা এবং বাবা ছেলেকে একটি মোটরসাইকেল কিনে দেন। মোটরসাইকেল কেনার একদিন পর আজ বুধবার সকালে তিন বন্ধু মিলে ঘুরতে বের হন নাসির নগরের উদ্দেশ্যে। এ সময় তাদের মোটরসাইকেলের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে আসিফ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আসিফের স্বজনেরা জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলে আরও দুজন ছিলেন। কিন্তু তাদের তেমন কোনো ক্ষতি হয়নি। মরদেহ পুলিশের অনুমতিতে মাগরিব নামাজের পর সরাইল শাহী জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত