ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০১/২০২৫ ৭:২০ এএম

কক্সবাজারের টেকনাফে তৌহিদুল ইসলাম আরিফ (১৬) নামে এক স্কুল ছাত্র বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল ইসলাম আরিফ (১৬) হ্নীলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং ৩নং ওয়ার্ডের বাসিন্দা হোসাইন আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের চাচা নুর মোহাম্মদ জানান, বাড়ির কাজ করতে পুকুরে মোটর দিয়ে পানি উঠানোর সময় হঠাৎ মোটরের বিদ্যুতের তার ছিঁড়ে আরিফের হাতে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় বাড়ির লোকজন তাকে মাটি থেকে গুরুতর আহত অবস্থায় তুলে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি জেনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাঠকের মতামত

পশ্চিম ডিগলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও বনভোজন সম্পন্ন

উখিয়ার রাজাপালং ইউনিয়নের অন্তর্গত পশ্চিম ডিগলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও বনভোজন ...

বর্ষায় পাহাড়ি ঢলে কক্সবাজার-চট্টগ্রাম রেললাইন বন্ধ হওয়ার শঙ্কা

পর্যটন জেলা কক্সবাজারের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেললাইন চালু হওয়ার আগেই একবার পাহাড়ি ঢলে বেঁকে গিয়েছিল। কিন্তু ...