ঢাকা: বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের মহাপরিচালক সামছুদ্দিন আহামেদ জানিয়েছেন ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে আরও অন্তত ১২ ঘণ্টা উপকুলীয় অঞ্চলের বৈরী আবহাওয়া বিরাজ করবে। এসময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে উপকূল থেকে দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘মোরা’। এটি ধীরে ধীরে ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে রূপ নেবে। কক্সবাজার-চট্টগ্রাম পেরিয়ে ভারতের ত্রিপুরার দিকে অগ্রসর হওয়ার কথা থাকলেও ঝড়টি সেদিকে না গিয়ে দেশের অভ্যন্তরেই শেষ হয়ে যেতে পারে। মহাবিপদ সংকেতের বিষয়ে সামছুজ্জামান বলেন, এমন ঘূর্ণিঝড়ের পর সমুদ্রের আবহাওয়া স্যাটেল হতে হবে। এই জন্য আমরা একটু সময় নিচ্ছি। আগামী ৬ ঘন্টা আমরা অপেক্ষা করব। এরপর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যাওয়ার নির্দেশ দেবো। তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবেই গতকাল থেকে রাজধানী ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়া বিরাজমান। এটি আরও অন্তত ২৪ ঘণ্টা থাকতে পারে।