ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ১২:৪৬ পিএম

ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা, অবশেষে র‌্যাবের হাতে ধরা
হাইকোর্টের ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া মুক্তা পারভিন নামে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মঙ্গলবার রাজবাড়ী সদর এলাকা তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম জে সোহেল। তিনি জানান, কিছুদিন ধরে রাজশাহীর বোয়ালিয়াসহ বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নিজেদের কখনও হাইকোর্টের ম্যাজিস্ট্রেট কখনও ডিজিএফআই’র মেজর পরিচয় দিয়ে সহজ সরল ও নিরীহ লোকজনদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছিল। চক্রটি রাজশাহী জেলার চন্দ্রিমার ছোটবনগ্রাম এলাকার শেখ আব্দুল্লাহকে বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে এক কোটি ২০ লাখ টাকা হাতিয়ে নেয়। একপর্যায় শেখ আব্দুল্লাহ বুঝতে পারে যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরে তিনি বোয়ালিয়া মডেল থানায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা করা চক্রের মূলহোতা মুক্তা পারভিনসহ সাতজনের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন।

র‌্যাব কর্মকর্তা সোহেল আরও জানান, প্রতারক চক্রের অন্যতম হোতা ছিলেন মুক্তা পারভিন। তিনি মামলার পর থেকে গা ঢাকা দেন। তার গ্রামের বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার লোদীপুরে। তার বাবার নাম মোজাহারুল ইসলাম। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা রয়েছে।

পাঠকের মতামত

হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত: সারজিস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ...

সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল উখিয়ার কিশোরের

চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট-বান্দরবান মহাসড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে ...