উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা পরিষদ সদস্য ও উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সরকারী মহিলা কলেজ থেকে পদত্যাগসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেই নির্বাচনী মাঠে নেমেছেন অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী । এ নিয়ে বিভ্রান্তির কোন অবকাশ নেই বলে জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, অনেকেই শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে নানারকম বিভ্রান্তি ছড়াচ্ছে ও অপ তৎপরতা চালাচ্ছে। ইতিমধ্যে মনোনয়নপত্র জমা সহ নির্বাচনে যারা বৈধ প্রার্থী তারা বৈধতা পেয়েছে। সেভাবে যার যার অবস্থান থেকে নির্বাচনী মাঠে কাজ চালিয়ে যাচ্ছে প্রার্থীরা। এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের কিছু সামর্থক। যা কখনো কাম্য নয়।
নির্বাচন কমিশন অফিসে রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির চৌধুরীর দেওয়া তথ্যে দেখা যায়, ৩০ জুন ২০২৩ ইংরেজি তারিখে তিনি উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সরকারী মহিলা কলেজ থেকে পদত্যাগ করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) বরাবর প্রেরিত পদত্যাগ পদ্ধতি তিনি লিখেন আমি ১৯৯৯ খ্রিঃ থেকে অদ্যবদি নিষ্ঠা ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে আমি শারীরিক ভাবে খুবই অসুস্থ। যার কারনে আমার পক্ষে প্রভাষক পদে দায়িত্ব পালন করা তথা পাঠদান কার্যক্রম পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সার্বিক বিবেচনায় প্রতিষ্টানের মঙ্গলার্থে আমি আমার শারীরিক অক্ষমতা বশতঃ ও পারিবারিক সিদ্ধান্তের প্রেক্ষিতে সেচ্ছায় প্রভাষক পদ থেকে পদত্যাগ করতে সম্মত হই।
বিষয়টি স্বীকার করে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহ আলম।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) শাহ আলম বলেন, অসুস্থতা ও পারিবারিক সিদ্ধান্তের কারণে অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী গত ২০২৩ সালের ৩০ শে জুন কলেজ থেকে পদত্যাগ করেন।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, জানা যায়, তফসিল অনুযায়ী শুক্রবার (৫ জুলাই) মনোনয়ন যাচাই-বাছাই এর শেষ দিন ছিল। ওই দিন মনোনয়নপত্র যাছাই বাছাই করেন নির্বাচন কমিশন। এতে৫ জন প্রার্থীর মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে সকল কে বৈধ প্রার্থী হিসাবে তালিকা প্রকাশ করেছেন উখিয়া উপজেলা নির্বাচন অফিসার ও রাজাপালং ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন-২০২৪ এর রিটানিং অফিসার মুহাম্মদ মিজানুর রহমান।
বৈধ প্রার্থীরা হলেন, হুমায়ুন কবির চৌধুরী, সাদমান জামী চৌধুরী, মোঃ ফরিদুল আলম মকবুল হোসাইন মিথুন ও আব্দুল মালেক চৌধুরী। এবারের নির্বাচনে দলীয় কোন প্রতীক না থাকায় সবাইকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তালিকায় প্রকাশ করা হয়।
চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী মন্টুর আইনজীবী এডভোকেট দুলাল মল্লিক জানান, যথাযথ নিয়ম মেনে কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)কে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন।
এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাচন অফিসার ও রাজাপালং ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন-২০২৪ এর রিটানিং অফিসার মুহাম্মদ মিজানুর রহমান বলেছেন, অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরীসহ পাঁচজন প্রার্থীর যাবতীয় কাগজপত্র পর্যালোচনা করেই চেয়ারম্যান পদে প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ছিল ৪ জুলাই। যাচাই-বাছাই ছিল ৫ জুলাই। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ জুলাই। আপিল নিষ্পত্তি ৯ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১১ জুলাই। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ১৫ টি ভোট কেন্দ্রে ১০১ বুথে ২৭ জুলাই সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাজাপালং ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৪২৫৯৮ জন । তৎমধ্যে ২২১৮৭ জন পুরুষ ও ২০৪১১ জন মহিলা ভোটার