বান্দরবানের লামায় ঈদ উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি লামা সদর ইউনিয়নের ৮৫০ পরিবার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিশ কেজি চাউল, ৬টি প্রতিষ্ঠানে সোলার , ৪০টি সেলাই মেশিন, লামা পৌরসভায় ৩১জন ইমামকে সম্মানী ভাতা প্রদান করেন।
রবিবার বেলা ৩টায় লামা উপজেলা পরিষদ চত্বরে লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদে’র সভাপতিত্বে ভিজিএফ চাউল বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মাননীয় প্রতিমন্ত্রী বীর বাহাদুর। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোহাম্মদ ইসমাইল, লামা পৌর মেয়র জহিরুল ইসলাম, লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, ।
আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, যারা ধর্ম নামে মানুষ খুন করে, এদের কোন ধর্মেই স্থান নাই, মানুষ খুন করাই এদের ধর্ম। আপনারা সজাগ থাকবেন। জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ খাদ্য শস্যের স্বয়সম্পূর্ণ, বান্দরবানের খাদ্যে কোন সংকট নাই। সম্প্রতী বান্দরবান থানছিতে পাহাড়ী এলাকায় খাদ্য সংকট ঘটেছে, মানুষ না খেয়ে মরে যাচ্ছে। এটি ভিত্তিহীন একটি কথা। কিছু বেসরকারী সংস্থা দ্বারা এটি গুজব ছড়িয়েছিলো।