অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে একটি সংবাদপত্রের অফিসে ঢুকে গুলি চালিয়ে অন্তত পাঁচজনকে হত্যা করা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে অ্যানাপোলিসের ক্যাপিটাল গেজেট নামের ওই সংবাদপত্র অফিসে এ হামলা হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।
একজন বন্দুকধারী এ হামলা চালায় জানিয়ে পুলিশ ঘটনাকে ‘পরিকল্পিত’ বলে উল্লেখ করেছে। গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
সংবাদপত্রটির কর্মীদের বরাত দিয়ে বিবিসি বলছে, শটগান ও স্মোক গ্রেনেড নিয়ে অফিসে ঢুকে হামলাকারী কাঁচের দরজার ভেতর দিয়ে বার্তা কক্ষে ওই হামলা চালায়।
ঘটনাস্থল থেকে জ্যারড রামোস নামের সন্দেহভাজন একজনকে গ্রেফতারের কথা জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। ওই ব্যক্তি ২০১২ সালে পত্রিকাটির বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন।
হামলার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কোনও তথ্য দিতে পারেনি পুুলিশ। তারা বলছেন, ঘটনাস্থল থেকে গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাল্টিমোরের সান গ্রুপের পত্রিকা ক্যাপিটাল গেজেট ১৮৮৪ সালে চালু হয়। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো পত্রিকাগুলোর একটি।
পাঠকের মতামত