উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০২/২০২৫ ৮:১৬ এএম

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালী গ্রামের সন্তান মোঃ হেলাল উদ্দীন সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ করেছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারী) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ (প্রশাসন-১) এর উপসচিব এ.এফ.এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একই পদ মর্যাদা সম্পন্ন ৭৯ জন বিচারককে এই পদোন্নতি প্রদান করা হয়।

মরহুম নুরুল আলম ও মরহুমা মেহেরুন্নেছার কনিষ্ঠ সন্তান মোঃ হেলাল উদ্দীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে আইন বিষয়ে অনার্স সহ কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ২০১৩ সালে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ষষ্ঠতম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ বিচার বিভাগের একজন সদস্য হওয়ার গৌরব অর্জন করেন। একই সালের ২৪ অক্টোবর তিনি সহকারী জজ হিসাবে চট্টগ্রাম জজশীপে যোগদান করেন। মোঃ হেলাল উদ্দীন সেখান থেকে কুষ্টিয়া জজশীপে সহকারী জজ পদে, চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে এবং সর্বশেষ চট্টগ্রামের পটিয়া উপজেলা চৌকি আদালতে সিনিয়র সহকারী জজ হিসাবে কর্মরত থাকাবস্থায় তাঁকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে চট্টগ্রামের অর্থঋন আদালতের জজ (যুগ্ম জেলা ও দায়রা জজ) হিসাবে পদায়ন করা হয়েছে।

যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দীন কক্সবাজার পৌরসভার উত্তর তারাবনিয়ার ছরার আমিন ম্যানশন নিবাসী প্রখ্যাত মিয়াজি পরিবারের সন্তান সাবেক উপজেলা প্রকৌশলী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিন উল্লাহ ও হাসিনা মমতাজ জোসনা’র কনিষ্ঠ কণ্যা আরিফা আমিন টুম্পা’র সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মোঃ হেলাল উদ্দীনের বড় ভাইরা ভাই মোহাম্মদ মুফিদুল আলম বর্তমানে ময়মনসিংহের জেলা প্রশাসক এবং মেঝো ভায়রা ভাই অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমদ কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।
মেধাবী ও কর্মপাগল বিচারক মোঃ হেলাল উদ্দীন পদোন্নতি লাভ করায় মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করে তাঁর উপর রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে যথাযথ পালনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

পাঠকের মতামত

ওসি বললেন প্রমাণ কি আছে আপনার.. কক্সবাজার-টেকনাফ সড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি

শাহপুরী হাইওয়ে থানা পুলিশের বিরুদ্ধে কক্সবাজার -টেকনাফ সড়কে গাড়ি থামিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। রাতে ছাড়াও ...

রোহিঙ্গা শিবির পরিদর্শনে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। দীর্ঘ ...

পশ্চিম ডিগলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও বনভোজন সম্পন্ন

উখিয়ার রাজাপালং ইউনিয়নের অন্তর্গত পশ্চিম ডিগলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও বনভোজন ...