উখিয়া নিউজ ডটকম::asa
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনী প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে মিয়ানমারের সেনা বাড়ালেও বাংলাদেশ শঙ্কিত নয়। যেকোনো পরিস্থিতির জন্য নিরাপত্তা বাহিনী প্রস্তুত আছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র ও মাদকের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলে জানান তিনি।