দৃশ্যটি ব্যস্ত শহর উখিয়া সদরস্থ উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন। সাধারণ পথচারীদের চলার রাস্তার পাশেই এভাবেই প্রতিনিয়ত গাড়ি পার্কিং করতে দেখা যায়। যার কারণে পথচারীদের অনেক সময় নানান সমস্যায় পড়তে হয়। গেল কয়েকদিন আগেও ঠিক এই জায়গায় রিক্সা – ট্রাক মূখমুখি সংঘর্ষে রিক্সা চালকের মর্মান্তিক মৃত্যু হয়। তখন অনেক পথচারী অভিযোগ এনে বলেছেন মহাসড়কের পাশে সাধারণ পথচারীদের রাস্তায় এভাবে গাড়ি পার্কিং এর কারণে প্রতিনিয়ত তাদের মহাসড়কের উপর দিয়েই চলতে হয় যার ফলে নানাবিধ সমস্যার মোকাবিলা করতে হচ্ছে তাদের । যা দেখার কেউ নেই। অনেকেই বলেছেন উখিয়া উপজেলা প্রশাসন কতৃপক্ষ যদি সুদৃষ্টি দিয়ে দেখেন তাহলে এর একটা সুরাহা নিশ্চয় হবে। এভাবে রাস্তার পাশে দাড়িয়ে রাখা গাড়ি গুলো যদি অপসারণ করা সম্ভব হয় তাহলে সাধারণ পথচারীদের তেমন কোন সমস্যায় পড়তে হবে না বলেও জানান তারা। অন্য দিকে স্টেশনের যেখানে সেখানেও এভাবে গাড়ি পার্কিং করতে দেখা যায় এর ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে দূরদূরান্ত থেকে আসা মানুষদের। যার কারণে একটু বৃষ্টি হলেই পথচলার কোন উপায় থাকে না। উখিয়া সদর রাজাপালং ইউনিয়নে যেহেতু সরকারী সব কর্মকান্ড হয় সেই সুবাধে বিভিন্ন ইউনিয়ন থেকে উখিয়া সদরেই প্রতিদিন কমবেশি মানুষের আসা যাওয়া হয় রাজাপালং ইউনিয়নে। যে জন্য রাজাপালং এর উখিয়া সদর স্টেশনের রাস্তাসহ রাস্তার পাশ সবসময় পরিষ্কার পরিচন্ন ও ফুতপাতের যেখান সেখান থেকে গাড়ি পার্কিং অপসারণ করার জন্য রাজাপালং ইউপি চেয়ারম্যান ও উখিয়া উপজেলা প্রশাসনের প্রতি দাবী রেখেছেন সচেতন মহল।
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি ...
পাঠকের মতামত