ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাংলাদেশে এসেছেন পদ্মা সেতু বাস্তবায়নের সক্ষমতা জানতে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫২তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই প্রকল্প বাস্তবায়ন করছি। আর আমাদের এই বাস্তবায়নের সক্ষমতা জানতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছেন।
তিনি বলেন, আমরা জনগণের ট্যাক্সের টাকা ফাঁকি দিয়ে কোনো কিছুই করি না। কিন্তু যাদের সারা গায়ে দুর্নীতির গন্ধ, তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছেন।