প্রকাশিত: ২৪/০৫/২০১৬ ৭:৩৯ এএম

11113বিনোদন ডেস্ক: ভগ্ন সাস্থ্য মোটাতাজাকরণ, নানা যৌন সমস্যার সমাধানসহ বহু রোগের চিকিৎসা বিষয়ক লিফলেট নগরীর গণপরিবহনে হরহামেশা বিলি করতে দেখা যায়। আর এসব কাজে ব্যবহার করা হয় নারীদের। এবার সেই লিফলেট বিতরণের কাজে দেখা গেল অভিনেত্রী প্রভাকে।

বাস্তবে এখন পর্যন্ত রুটি-রুজির জন্য প্রভাকে লিফলেট বিতরণের কাজে নামতে না হলেও ‘লিফলেট’ নাটকে তাকে এ চরিত্রেই দেখা যাবে। গেল বছর কোরবানীর ঈদের জন্য নাটকটি নির্মান করা হলেও আগামী ২৭ মে শুক্রবার এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ‘লিফলেট’ নাটকটি।

নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। এখানে দেখা যাবে- হাজার রকম জীবিকার এই শহরের খুব চেনা একটি দৃশ্য, রাস্তায় বাসে চড়ার সময় জানলার ফাঁক দিয়ে নারীদের নানা রকম লিফলেট ছুঁড়ে মারা। বেশিরভাগ সময়ই লিফলেটের বিষয়বস্তু থাকে যৌন সমস্যার গোপন চিকিৎসা। সে কারণেই হয়তো নিজেদের মুখ নারীরা বোরখার আড়ালে ঢেকে রাখেন। বলাবাহুল্য, এটিও একটি পেশা। নির্দিষ্ট পরিমাণ লিফলেট বিতরণ করে এইসব নারীরা দু’বেলা দু’মুঠো অন্ন জোগাড় করেন। সেই পেশারই একজন প্রভা। বোরকা পরে বাসের মধ্যে যৌন সমস্যা সমাধানের লিফলেট বিতরণ করেন তিনি।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...

বুবলীকে কক্সবাজারের শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন, পরিচালকের দাবি

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিক চলচ্চিত্র বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। নায়িকাকে নিয়ে তাই ...