জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফের হ্নীলায় চানসিট ভেঙ্গে পড়ে এক মাদরাসা ছাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত মাদরাসা ছাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৪সেপ্টেম্বর রবিবার বিকাল ৪টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী রঙ্গিখালী দাঃ উঃ ফাজিল(ডিগ্রী) মাদরাসায় ঘটনাটি ঘটেছে। মাদরাসা ও স্থানীয় সুত্র জানায়, ছাত্র/ছাত্রীরা প্রাইভেট পড়ে চলে আসার পথে হঠাৎ প্রধান ভবনের নীচতলার চানসিট ভেঙ্গে পড়ে। এতে দুর্ভাগ্যক্রমে স্থানীয় মিজানুর রহমান ওরফে বাগাস উদ্দিনের মেয়ে ১ম শ্রেনীর ছাত্রী তামান্না পায়ে আঘাত প্রাপ্ত হই। আহত ছাত্রীকে স্থানীয় ডাক্তারের কাছ থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ঐছাত্রীর অবস্থা আশংকামুক্ত বলে জানাগেছে। শিক্ষক এবং ছাত্রদের সাথে কথা বলে জানাযায়, চানসিট ভেঙ্গে কেবলমাত্র একজন ছাত্রী আহত হলেও ভাগ্যচক্রে আর কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে যেভাবে বেশ কয়েকটি অংশ থেকে সানসিট ভেঙ্গে পড়েছে সেভাবেই হলে কিন্তু আরো ছাত্র/ছাত্রী আহত হওয়ার সম্ভবনা ছিল। আহত ছাত্রীর বাবা এবং অপরাপর অভিভাবকরা লেখাপাড়ার স্বার্থে জরুরী ভিত্তিতে ঝুকিঁপূর্ণ বিল্ডিংটি সংস্কারের জন্য পরিচালনা কমিটি এবং সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। ইংরেজি বিভাগের অধ্যাপক রফিকুল আলম সানসিট ভেঙ্গে ছাত্রী আহত মর্মে সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, আসলে মাদরাসার প্রধান ভবনটি আশির দশকে তৈরী করা দালান। বেশ কিছুদিন ধরে এটির অনেকাংশে ফাটল ধরেছে। বর্তমানে অনেকটা ঝুঁকি নিয়ে ক্লাশ করতেই হচ্ছে। জানতে চাইলে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ কামাল হোছাইন বলেন, আমিতো এখন অফিসিয়াল কাজে বাইরে আছি। এখনো পর্যন্ত মাদরাসার কেউ বিষয়টি আমাকে অবগত করেনি। বিষয়টি খবর নিয়ে দেখতেছি জানিয়ে তিনি আরো বলেন, বিল্ডিংটি ১৯৮২সনে নির্মাণ করা হয়েছিল। বর্তমানে ভবনের অনেক জায়গায় ফাটল ধরেছে। ভবনটি সংস্কার বা এর আদলে আরেকটি টেকসই দালান নির্মাণ করা এখন প্রয়োজন হয়ে পড়েছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং গভর্ণিং বডির সভাপতি সাংসদ আব্দুর রহমান বদির জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ...
পাঠকের মতামত