নিজস্ব প্রতিবেদক::
টেকনাফের ঐতিহ্যবাহী রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানমালায় খতমে কোরআন, বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, শোক র্যালী, রচনা-চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা শিক্ষা অফিসার মো: এমদাদ হোসেন চৌধুরী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাষ্টার মো: হেলাল উদ্দিনের নেতৃত্বে বিশাল একটি শোক র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। স্কুল কমিটির সহ সভাপতি জসিম উদ্দিন টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-ইউপি চেয়ারম্যান এইচ.কে.আনোয়ার সিআইপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: এমদাদ হোসেন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবীর, একাডেমীক সুপার ভাইজার মো: নুরুল আবছার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাষ্টার মো: হেলাল উদ্দিন, ইউনিয়ন যুব লীগের আহবায়ক মাহবুবুর রহমান মাবু, উপজেলা যুব লীগের সহ সম্পাদক নুরুল আলম নুরু, উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক ছাবের খাঁন, ইউনিয়ন যুব লীগের সি: যুগ্ম আহবায়ক বশির আহমদ বি.এ, যুগ্ম আহবায়ক আলী নেওয়াজ, উপজেলা যুব লীগের সদস্য সরওয়ার কামাল, ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন ফাহিম। হায়দর আলী ফাউন্ডেশনের সহযোগীতায় স্কুল কমিটির সদস্য মো: ইদ্রীছের সার্বিক তত্ত্বাবধানে ওয়ার্ড ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো: শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মাহমুদুর রহমান, নুর আহমদ, মো: রিদুওয়ান, হোছাইন আহমদ তাসলিম, শাকের আহমদ, শিক্ষক তাহেরা পারভীন, নজির আহমদ, নুরুল আলম আজাদ, আনোয়ারুল ইসলাম, উপজেলা যুব লীগের সাবেক সদস্য হাসান আলী পিন্টু, রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদরাসা ছাত্র লীগের সভাপতি ছাবেরুল ইসলাম, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সাগর, সাংগঠনিক সম্পাদক নুরুল হোছাইন ছোটন। শোক সভা শেষে ছাত্র-ছাত্রী, অভিভাবক, রাজনৈতিক নেতা-কর্মীসহ সর্বস্তরের এলাকাবাসীর মাঝে উন্নত খাবার পরিবশেন করা হয়।