প্রকাশিত: ২৬/০৫/২০১৬ ৭:৪৯ এএম

Pic Ratna Panlog Charman Pratti 25-05-2016 copyফারুক আহমদ, উখিয়া ::
উখিয়ার রত্নাপালং ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের প্রচার প্রচারণা বেশ জোরে শুরে চালিয়ে যাচ্ছে প্রার্থীরা। তবে আওয়ামীলীগ ও বিএনপির মনোনীত একক প্রার্থীর চেয়ে ভোটারদের গ্রহণ যোগ্যতায় ব্যক্তি ইমেজ নিয়ে স্বতন্ত্র প্রার্থী সুবিধাজনক অবস্থানে রয়েছে। সাধারণ ভোটাদের অভিমত স্বতন্ত্র প্রার্থী খাইরুল আলম চৌধুরীর মূল প্রতিদ্বন্দ্বিতায় চলে এসেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভৌগলিক আয়তনে রতœাপালং ইউনিয়নটি খুবই ছোট তবে রাজনৈতিক সচেতন ও শিক্ষার হারে এ ইউনিয়নটি অন্যান্য ইউনিয়নের চেয়ে এগিয়ে। রতœাপালং ইউনিয়নে ভোটার সংখ্যা হচ্ছে ১৫ হাজার ১শ ২২ জন। সাড়ে ৩ হাজারের অধিক ভোট পেলেই চেয়ারম্যান নির্বাচিত হওয়া যায়। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী খাইরুল আলম চৌধুরী (ঘোড়া), আওয়ামীলীগ মনোনীত নুরুল হুদা (নৌকা) বিএনপি একক প্রার্থী নুরুল কবির চৌধুরী (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আব্বাস উদ্দিন (আনারস)।

ভোটারদের সাথে কথা বলে জানা যায়, নাগরিক সমর্থিত প্রার্থী খাইরুল আলম চৌধুরীর নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। এছাড়াও বৃহত্তর ভালুকিয়া ও পূর্বাঞ্চল এলাকার ভোটারদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে খাইরুল আলম চৌধুরী। সবখানে তার জয়ের ধ্বনী শুনা যাচ্ছে। এছাড়াও অমায়িক ব্যবহারের অধিকারী ও জনগণের পরোপকারীতা নেতা হিসাবে বেশ পরিচিত তিনি। সকলের অভিমত চেয়ারম্যান প্রার্থী খাইরুল আলম চৌধুরী হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বিতাকারীর একজন। সে ক্ষেত্রে ব্যক্তি ইমেজ নিয়ে প্রচার প্রচারণা ও গণসংযোগে এবং ভোটারদের ব্যাপক সমর্থনে খাইরুল আলম চৌধুরী বেশ এগিয়ে।

আওয়ামীলীগ মনোনীত নুরুল হুদা একক প্রার্থী হলেও নেতাকর্মীরা নিষ্কৃয় থাকায় একটু পিছিয়ে পড়েছে তিনি। তবুও চেষ্টা করে যাচ্ছে। নেতাকর্মীরা দ্বিধাদ্বন্দ ভূলে একযোগে কাজ করলে কিছুটা অগ্রসর হতে পারে। তবে সংখ্যালুঘু ভোটাররা নৌকার পক্ষে গেলে তিনিও ফ্যাক্টর হতে পারে। বর্তমান চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী সরাসরি বিএনপির রাজনীতির সাথে জড়িত না থাকলেও ২০ দলীয় সমর্থিত হিসাবে পরিচিত। তবে এবার তিনি বিএনপির একক প্রার্থী হিসাবে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করছে। দলীয় মনোনয়ন নিয়ে রতœাপালং ইউনিয়ন বিএনপির দ্বিধাদ্বন্দ ও বিভক্ত হয়ে গেছে। বিলুপ্ত করা হয়েছে ইউনিয়ন বিএনপির কমিটি। এ নিয়ে দলের অভ্যন্তরীন কোন্দল বেড়ে গেছে। চেয়ারম্যান থাকা কালে দৃশ্যমান উন্নয়ন মূলক কাজ করায় ভোটারদের কাছে নুরুল কবির চৌধুরীর জনপ্রিয়তা একটু বেড়েছে। জেলা বিএনপির সদস্য আব্বাস উদ্দিন অনেকটা মনোনয়ন বঞ্চিত হয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তিন তিন বার সাবেক এ চেয়ারম্যানের সবখানে ছড়িয়ে ছিটিয়ে ভোট রয়েছে। শান্ত ব্যক্তি হিসাবে তার গ্রহণ যোগ্যতা বেশ ভাল।

সচেতন ভোটারদের অভিমত আগামী ৪ জুন নির্বাচন দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে শেষ হাসি কে হাসছে।

পাঠকের মতামত

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কক্সবাজারে সংবাদ সম্মেলন

জুলাই অভ্যুত্থানের শহিদদের নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক কটাক্ষ ও ব্যাঙ্গাত্মক কন্টেন্ট বানিয়ে অপপ্রচার ...

রোহিঙ্গা সমস্যার সমাধান খুঁজতে ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক

মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠকের আয়োজন করেছে থাইল্যান্ড। ওই ...

ব্র্যাক প্লিজ প্রকল্পের প্লাস্টিক আপসাইক্লিং মেলা

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উদ্ভাবন, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করার উদ্যোগ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ...