আসন্ন ঈদ উপলক্ষ্যে কক্সবাজারের জনপ্রিয় পর্যটন স্পট ইনানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা জানান, অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথভাবে প্রতিপালন না করা, রেস্তোরাঁর অভ্যন্তরীণ পরিবেশ যথাযথ না রাখার দায়ে অর্কিড ব্লু হোটেলকে ১ লক্ষ টাকা, ডেরা রিসোর্ট ৩৫ হাজার, রয়েল টিউলিপ ১ লক্ষ, ইনানি রিসোর্ট ১৫ হাজার, লং বে ৫০ হাজার হোটেল নিসর্গকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, লাইসেন্স ছাড়া চালানো কার ও মোটর সাইকেল চালক, ইনানী বীচে ভেস্ট ছাড়া চলাচলরত ০৫ টি বীচ বাইককে বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়৷
ভোক্তা অধিকার আইন ২০০৯ এবং অগ্নি নির্বাপন আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় তাদের এই জরিমানা করা হয়।
এসময় বিভিন্ন হোটেল রেস্তোরাঁ, ট্যুরিস্ট জীপ এবং স্থানীয় ব্যবসায়ীদের পরিচ্ছন্নতা ও পর্যটক হয়রানীরোধে সতর্ক করা হয়।
পাঠকের মতামত