উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/১০/২০২৪ ৯:১৭ এএম

মোহাম্মদ রহমত আলী-কে কক্সবাজার জজশীপের নতুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) এ.এফ.এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে বিচারক মোহাম্মদ রহমত আলী সহ ৫ জন বিচারককে দেশের বিভিন্ন বিচারালয়ে পদায়ন করা হয়।
কক্সবাজারের নতুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসাবে নিয়োগ পাওয়া বিচারক মোহাম্মদ রহমত আলী বর্তমানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) পদে কর্মরত রয়েছেন। কুমিল্লা জেলার বাসিন্দা বিচারক মোহাম্মদ রহমত আলী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) তৃতীয় ব্যাচের একজন কর্মকর্তা।
একই প্রজ্ঞাপনে কক্সবাজারের বর্তমান অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ-কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। বদলী করা বিচার বিভাগীয় কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের জেলা ও দায়রা জজ অথবা দপ্তর প্রধানের নিকট দায়িত্ব হস্তান্তর করে বদলীকৃত নতুন কর্মস্থলে যোগদান করতে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত

রামুতে শিক্ষা কার্যক্রম নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজারের রামুতে আর্ন্তজাতিক দাতা সংস্থা ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ এর শিক্ষা প্রকল্পের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও প্রকল্প সমন্বয়কারির ...

উখিয়ায় বনবিভাগের পাহাড় কেটে তৈরি করছে বসতভিটা

কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের ওয়ালাপালং বিটে রাজাপালং ইউনিয়নের উত্তরপুকুরিয়া পশ্চিমপাড়া এলাকায় বনবিভাগের সহযোগিতায় ...

বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলের মধুপুরে বাস-পিকাআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পিকাআপ চালক ও হেলপার রয়েছেন। মঙ্গলবার ...