উখিয়ায় ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ অঙ্গসংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ড উপজেলায় চাঞ্চল্যের জন্ম দিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তোলপাড় চলে। ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ মানুষ।
শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়ালে রাতের আঁধারে লেখা 'জয় বাংলা', 'শেখ হাসিনা' দেখে দিনের বেলায় মুছে দিয়েছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উখিয়া সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচিলে এবং এর পার্শ্ববর্তী যাত্রী ছাউনির দেওয়ালে 'জয় বাংলা', 'শেখ হাসিনা' লেখা দেখতে পায় পথচারীরা। পরে ছাত্রদলের নেতাকর্মীরা খবর পেয়ে দুপুরের মধ্যেই তা পরিষ্কার করে তার ওপর লিখে দেয় 'খুনি হাসিনা', 'স্বৈরাচার হাসিনা' ইত্যাদি ব্যঙ্গাত্মক লেখা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ বিষয়ে জানতে চাইলে উখিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুষ্কৃতকারীদের রাতের আঁধারে লিখে যাওয়া স্লোগান আমরা মুছে দ্বিগুণ করে ফিরিয়ে দিলাম (তার ওপর লিখে)। উখিয়া কলেজের পাঁচিলেও আওয়ামী লীগের নানান স্লোগানে চিকা মারা হয়েছিল, সেগুলোও মুছে দেওয়া হয়েছে। 'যেখানে ছাত্রলীগ পাওয়া যাবে সেখানে গণধোলাই' বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন ছাত্রদলের এই নেতা।
এদিকে, মঙ্গলবার দুপুর নাগাদ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে উখিয়ার পালংখালী ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের লিফলেট বিতরণের কয়কটি ছবি প্রকাশ করে, যেখানে লেখা আছে : 'বাংলাদেশ আওয়ামী লীগের ফেব্রুয়ারি মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্বে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ফ্যাসিস্ট ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে নারী-পুরুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় নারীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন।' ওই পোস্টে প্রকাশ করা ছবিতে পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলামসহ তার কর্মী-সমর্থকদের দেখা যায়।
শুধু পালংখালীতেই নয়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে এভাবে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা গোপনে লিফলেট বিতরণ করে যাচ্ছে বলে সূত্র জানিয়েছে।
এভাবে প্রকাশ্যে পাড়ায় পাড়ায় উঠান বৈঠক এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আ.লীগ ও অঙ্গসংগঠনের কর্মী-সমর্থকদের লিফলেট বিতরণ করা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা যায় বিভিন্ন মহলকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নেটিজেনরা নানান কথা লেখেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোসাইন বলেন, বিষয়গুলো পুলিশের নজরে এসেছে। আমরা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।
এদিন বিকেলের দিকে গোপনে আওয়ামী লীগের রাজনৈতিক কার্মকাণ্ড পরিচালনার প্রতিবাদে পালংখালীতে বিক্ষোভ মিছিল করে যুবদল-ছাত্রদল।
জুলাই-জাগরণে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় সাত মাস নিষ্ক্রিয়তার পর উখিয়া উপজেলায় দলটির 'ওপেন-সিক্রেট' রাজনৈতিক কার্যক্রম সবার নজরে এল এই প্রথমবার। গেল বছরের ৫ আগষ্টের পর তাদের কোনো কার্যক্রম চোখে পড়েনি। চারিদিকে চাউর হওয়া খবরের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়ালে 'জয় বাংলা' চিকা মেরে ফিরে আসার বার্তা, পাড়া-মহল্লায় উঠান বৈঠক করে আওয়ামী লীগের লিফলেট বিতরণসহ নানান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তৎপর হচ্ছে দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।