ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৬) আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বাকিংহাম প্যালেস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি ৭০ বছর রাজত্ব করেছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস এক বিবৃতিতেও এ তথ্য জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে বাকিংহাম প্রাসাদ থেকে রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এক বিবৃতিতে প্রাসাদ থেকে জানানো হয়, রানির স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এর পরপরই রানি এলিজাবেথকে দেখতে স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে ছুটতে শুরু করেন রাজপরিবারের সদস্যরা।
গত কয়েক মাস ধরে রানি দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করেছিল। অসুস্থতার কারণে প্রথা ভেঙে গত মঙ্গলবার বামিংহাম প্যালেসে নয় বরং স্কটল্যান্ডে তার গ্রীষ্মকালীন বাসভবন ব্যালমোরাল ক্যাসেলে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে দায়িত্ব প্রদান করেন রানি।