দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে আভ্যন্তরীণ ও ভিনদেশি ষড়যন্ত্রের প্রতিবাদ, বিজয় উৎসবের নামে অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ এবং সাদপন্থী ও ইসকন কর্তৃক নিরীহ মানুষ হত্যার বিচারের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে রামু ওলামা পরিষদ। সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩ টায় রামুর প্রতিনিধিত্বশীল ওলামায়েকেরামের সমন্বয়ে নবপ্রতিষ্ঠিত এ সংগঠনের উদ্যোগে মিছিলটি রামু বাইপাস চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বরে বিশাল সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে ঈমানদীপ্ত স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।
রামু ওলামা পরিষদের সভাপতি মাওলানা মোহছেন শরীফের সভাপতিত্বে চৌমুহনী স্টেশন চত্বরে অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিস্ট, জালিম শাহীর পতনে মাদ্রাসা শিক্ষার্থীসহ আলেম-ওলামাদের নজিরবিহীন আত্মত্যাগ ও একনিষ্ঠ অবদান রয়েছে। রক্তার্জিত এ স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে আভ্যন্তরীণ ও ভিনদেশি কোন চক্রান্ত যেন সফল হতে না পারে সে ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকতে হবে।
বক্তারা আরও বলেন, টঙ্গীর ময়দানে সাদপন্থী কর্তৃক ঘুমন্ত মানুষ হত্যা ও উগ্রপন্থী ইসকন কর্তৃক নিরীহ মানুষ খুনের ঘটনা ইসলাম ও দেশের বিরুদ্ধে সুগভীর চক্রান্ত। বিজয় উদযাপন ও দেশপ্রেমের নামে অশ্লীল আয়োজনের মাধ্যমে বেহায়াপনা ছড়িয়ে অনৈতিক উন্মাদনা জাগিয়ে দেয়াও কোন দেশপ্রেমিক দল বা ব্যক্তির কাজ হতে পারে না।
ইসলাম, দেশ ও স্বকীয় সভ্যতা-সংস্কৃতি বিরোধী এসব অপতৎপরতার বিরুদ্ধে দূর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশ থেকে সংগঠনের পক্ষ থেকে ৬ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, ইসলামের বিধান নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আইন করা, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্তকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা, ইসলাম নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারী ও নিরীহ মানুষ হত্যাকারী সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করা, এড. আলিফসহ নিরীহ মানুষ খুন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপরাধে উগ্র সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা, রামুতে বিজয় উৎসবের নামে অশ্লীলতা-বেহায়াপনা অবিলম্বে বন্ধ করা, থার্টি ফার্স্ট নাইটের নামে অনৈতিক কার্যকলাপ ও অশ্লীল আয়োজন নিষিদ্ধ করা।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ নিয়ামতুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেফাজতুর রহমান।
অর্থ সম্পাদক মাওলানা হাফেজ আব্দুল হান্নানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে সিনিয়র সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মুফতি কামাল হোসাইন, মাওলানা কেফায়ত উল্লাহসহ শীর্ষ ওলামায়েকেরাম উপস্থিত ছিলেন।
এছাড়াও দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ ইয়াকুব, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, সহ-অর্থ সম্পাদক মাওলানা ইসমাঈল রশিদ আনসারী, দফতর সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, সহ-দফতর সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নুরুল ইসলাম আজিজী, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি আনওয়ারুল হক, সহ-দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা কারী আবু নাছের, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাওলানা এজাজুল করিম শফি, সহ-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা আহমদুর রহমান, সহ-প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা আলমগীর রহমানী প্রমুখ।
সংগঠনের সহ-সভাপতি মাওলানা হাফেজ শামসুল হক নসীমের পরিচালনায় বিশেষ মুনাজাতের মধ্যদিয়ে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত হয়