এম.এ আজিজ রাসেল, কক্সবাজার:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার জনসংখ্যাত্বিক সুবিধাকে কাজে লাগিয়ে আইটিতে একুশ শতকের উপযোগী দক্ষ মানব সম্পদ গড়ে তুলছে। এ লক্ষে সারাদেশে ১২টি আইটি পার্ক গড়ে তোলা হচ্ছে। তার মধ্যে কক্সবাজারে রয়েছে ২টি। একটি মহেশখালীতে অপরটি রামুতে ৯ একর জমিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণ করা হবে । ইতোমধ্যে ৮ একর জমি এই প্রকল্পের জন্য কেনা হয়েছে। প্রকল্পটি একনেকে পাশ হলেই বাস্তবায়নের কাজ শুরু করা হবে। গতকাল বিকালে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প আয়োজিত আইসিটি ক্যারিয়ার ক্যাম্প’১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাইমুম সরওয়ার কমল এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপচার্য ড. আবুল কাসেম ও কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা আকতার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, আইবএিম বাংলাদশে এর সাবকে কান্ট্রি হডে জনাব নাভদে মাহবুব, বটোর স্টোরজি প্রতস্থিানরে এমডি জনাব মনিহাজ উদ্দনি আনোয়ার এবং টমি ইঞ্জনিরে প্রতষ্ঠিাতা ও এমডি সামরিা জুবরেী হমিকো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতিসহ সম্ভাবনার উপর আলোকপাত করে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন এলআইসিটি প্রকল্পের কম্পোনেন্ট টীম লিডার সামি আহমেদ।