প্রকাশিত: ০৯/০৯/২০১৬ ৯:৫২ পিএম

ramu-max-width-640-max-height-480সোয়েব সাঈদ, রামু::
কক্সবাজারের রামুতে নৌকা ডুবে দুই স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় রামুর চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজারের পাশে বাঁকখালী নদীর খেয়াঘাটে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই স্থানে নদীতে কক্সবাজার ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

নিখোঁজ হওয়া আবদুর রহমান (১৬) এবং মো. আসিফুর রহমান আসিফ (১৭) রামুর দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের দশ শ্রেণির ছাত্র। এরমধ্যে আবদুর রহমান দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পশ্চিম উমখালী গ্রামের শামসুল আলমের ছেলে এবং আসিফুর রহমান আসিফ একই ইউনিয়নের ঘাটপাড়া এলাকার বশির আহমদের ছেলে।

নৌকা ডুবির ঘটনায় আহত ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জিশান জানিয়েছে, তারা একই শ্রেণির ১২ জন শিক্ষার্থী গরু দেখার জন্য কলঘর বাজারে আসছিলো। বাজারের কাছাকাছি এসে বাঁকখালী নদী পার হওয়ার সময় তাদের সাথে আরো কয়েকজন ব্যক্তি জোর করে নৌকা উঠে যান। এতে নৌকাটি নদীর মাঝখানে এসে ডুবে যায়। এসময় অনেকে সাতার কেটে নদীর পাড়ে উঠতে পারলেও সাতার না জানার কারনে নদীতে ডুবে যায় তার দুই সহপাঠি আবদুর রহমান ও আসিফ। এ ঘটনায় আহত আরো কয়েকজনকে রামু হাসাপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা (স্টেশন অফিসার) আবদুল মজিদ জানিয়েছেন, দূর্ঘটনাস্থলে পানির গভীরতা অনেক বেশী। আবার তাদের ডুবুরীও নেই। ফলে উদ্ধার তৎপরতায় অগ্রগতি না হলেও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ঘটনার পর থেকে ওই এলাকায় হাজার হাজার নারী পুরুষ নদীর দুই তীরে ভীড় জমিয়েছে। নিখোঁজ দুই শিক্ষার্থীর স্বজনরাও ভেঙ্গে পড়েন কান্নায়। এদিকে ডুবুরী না আসা এবং উদ্ধার তৎপরতায় অগ্রগতি না দেখে ক্ষোভ প্রকাশ করেন নিখোঁজ শিক্ষার্থীদের স্বজনরা।

পাঠকের মতামত

সোশ্যাল ইসলামী ব্যাংকের দেড় কোটি টাকার কক্সবাজারে সম্মেলন পরিকল্পনা নাকচ কেন্দ্রীয় ব্যাংকের

টিবিএস:: চরম তারল্য সংকট সত্ত্বেও প্রায় দেড় কোটি টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকতে অ্যানুয়াল ...

সভাপতি- রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ...