কক্সবাজারের রামুতে ১০০ ফুট সিংহ্যশয্যা বৌদ্ধ মূর্তি সম্বলিত বিহার পরিদর্শন করেছেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ। আজ শুক্রবার বেলা ১২ টায় তিনি রামুর জোয়ারিয়ানালা উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে যান। এসময় বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপন বড়–য়া মন্ত্রীকে স্বাগত জানান।
বিহারে পৌঁছেই মন্ত্রী ১০০ ফুট সিংহশয্যা বৌদ্ধ মূর্তি পরিদর্শন করেন। পরে তিনি বিহার ভবন ঘুরে দেখেন। পরিদর্শনকালে রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, সাবেক মহিলা সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা কাজী, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ করুনাশ্রী থেরর সাথে কৌশল বিনিময় করেন। এসময় অধ্যক্ষ করুনাশ্রী থের স্বপরিবারে বিহার পরিদর্শনে আসায় মন্ত্রী ও তাঁর পরিবারবর্গের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।