প্রকাশিত: ২০/০৭/২০১৭ ৮:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩১ পিএম

খালেদ হোসেন টাপু,রামু::

কক্সবাজারের রামুতে ভূবন শান্তি একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক। তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, এডিসি জেনারেল সাইফুল ইসলাম মজুমদারসহ উর্ধ্বতন কর্মকর্তা ও পরিবার বর্গ।

তিনি বৃহস্পতিবার বিকেলে উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে এসে পৌঁছলে রামু উপজেলা চেয়ারম্যান রিযাজ উল আলম, রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহজাহান আলি, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ নিকারুজ্জামান, জোয়ারিয়ানালা চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স ও বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপন বড়–য়া ফুল দিয়ে মন্ত্রীকে স্বাগত জানান। পরে প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক ভূবন শান্তি একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি, বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে প্রতিষ্ঠাতা ও পরিচালক ভিক্ষু করুণাশ্রী থের’র সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং বিহার ভবন ও বৌদ্ধ নিদর্শন গুলো ঘুরে দেখেন। শেষে মন্ত্রী সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি কামনা করে বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এসময় অধ্যক্ষ করুনাশ্রী থের স্বপরিবারে বিহার পরিদর্শনে আসায় মন্ত্রী ও তাঁর পরিবারবর্গের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পাঠকের মতামত

উখিয়ায় জামায়াতের সহযোগী সম্মেলনে জেলা আমীর আনোয়ারী সন্ত্রাসমুক্ত শান্তির বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই

গত ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের মানুষ নতুন ...

পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি স্থায়ী হবে না

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়া মিয়ানমারে স্থায়ী শান্তি ও ...

পারকি সৈকতে ধরা ২৫ ভাসানচর থেকে পালাচ্ছেন রোহিঙ্গারা!

নোয়াখালীর ভাসানচরের আশ্রয়শিবির থেকে কৌশলে রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছেন! প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব, আত্মীয়-স্বজনের কাছে যাওয়ার বাহানা, ...