প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালায় সন্ত্রাসী হামলায় মহিলা মেম্বারসহ একই পরিবারের ৪ জন গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার (১৯ আগষ্ট) সকাল ৭টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি আশকরখিল এলাকায় ফাতেমা মেম্বারের বাড়িতে এ হামলা চালানো হয়। হামলায় আহত হয়েছেন ফাতেমা বেগম মেম্বার (৪০), তার স্বামী আলী আহমদ (৪৫), ছেলে মোহাম্মদ কাজল (১৯) ও মোহাম্মদ সাদ্দাম (১৬)। আহতদেরকে প্রথমে রামু হাসপাতাল ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত মোঃ কাজল জানান, পূর্ব শত্রুতার আক্রোশে স্থানীয় সন্ত্রাসী ছৈয়দ আহমদ, মনজুর আলম, শফিউল আলম ও মনছুর আলম এর নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী তার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ঘেরা-বেড়া, আসবাবপত্র ভাংচুরসহ নগদ ২ লক্ষ টাকা, ১২ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এতে বাঁধা দিলে তার মা মহিলা মেম্বার ফাতেমা বেগম, বাবা আলী আহমদসহ একই পরিবারের ৪ জন সদস্যের উপর উপর্যুপরি হামলা চালিয়ে গুরুতর আহত করে। তিনি এ হামলার সুষ্ঠু বিচার দাবী করেন। এ হামলায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। এদিকে একজন জনপ্রতিনিধির উপর মধ্যযুগীয় কায়দায় হামলা-লুটপাটের ঘটনায় এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।