রামু উপজেলায় ৩ হিন্দু পরিবারের বসত বাড়ি দখল করে নিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া শর্মা পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। ফিল্মি স্টাইলে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘর দখলের ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে জেলাব্যাপী হিন্দু সম্প্রদায়ের মাঝে চরম অসন্তোষ দেখা দেয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীও উঠে সচেতন মহলে।
দুপুর ১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ধারালো লম্বা কিরিচ, লাঠিসোটা ও বেশ কিছু দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৩ জন সন্ত্রাসীকে আটক করে। আটককৃতরা হলো- রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া এলাকার ফুরোখ আহমদের ছেলে আবছার কামাল (৫৮), আহমদ কামাল (৬৫), শাহজাদা মিয়া (৪৮)। এ ঘটনায় রামু থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী সংখ্যালঘুরা।
জানা গেছে, রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া হিন্দু পাড়া এলাকার মৃত বংকিম শর্মার ছেলে বিশ্ব কুমার শর্মা ও একই এলাকার দুলাল শর্মা, শিমূল চক্রবর্তীর ৩টি ঘরে অতর্কিত ভাবে হামলা চালানো হয়। এসময় ৩০/৩৫ জনের একদল সন্ত্রাসীরা শুকলা শর্মাসহ বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদের জোর করে বের করে দেয়।
স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন জানিয়েছেন, আবছার কামাল (৫৮), আহমদ কামাল (৬৫), শাহজাদা মিয়া (৪৮)সহ তাদের সাঙ্গপাঙ্গরা জোর করে হিন্দু সম্প্রদায়ের ৩টি বাড়ি জবর দখল করে নিয়েছে বলে শুনেছি। এর আগেও উল্লেখিত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রিয়দর্শী বড়ুয়া নামে এক ব্যক্তির সাড়ে ৩কানির মত জায়গা দখলের অভিযোগ রয়েছে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, খবর পেয়ে পুলিশী অভিযান পরিচালনার মধ্য দিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। এসময় দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।