প্রকাশিত: ১০/১২/২০১৭ ৬:৫৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৫৪ এএম

সোয়েব সাঈদ, রামু::
রামুতে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবসে অনুষ্ঠানে ৫জন জয়িতা বাংলার নারীকে সংবর্ধিত করা হয়েছে। সংবর্ধিতরা হলেন, সফল জননী রুকুম রাবেয়া, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ডা. রোমেনা হোছাইন, নারী নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন অর্জনকারী জ্যোতি ধর, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য নিরদা বড়–য়া ও অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী প্রমিতা বড়–য়া।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় রামু উপজেলা পরিষদ কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, নারীরা এগিয়ে গেলেই দেশ এগিয়ে যাবে। নারীরা এখন সমাজের প্রতিটি ক্ষেত্রে অবদান রেখে চলেছে। সরকার নারীদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমুখি কর্মকান্ড বাস্তবায়ন করছে।

রামু উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় ৫ জয়িতা বাংলার নারীকে ক্রেষ্ট ও সনদপত্র দিয়ে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম। তিনি বলেন, সরকার নারীবান্ধব এবং নারী ক্ষমতায়নে কাজ করছে। যার ফলে নারীরা সফলভাবে এগিয়ে যাচ্ছে। নারী পুরুষের বৈষম্যহীন সমতা ভিত্তিক সমাজ বিনির্মাণে বেগম রোকেয়ার অবদান জীবনাদর্শ ও কর্ম আমাদের নারী সমাজের অগ্রযাত্রায় প্রেরণা যোগাবে।

রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাজান আলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন রামু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম। অনুষ্ঠানে রামু উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন, ওসি (তদন্ত) মিজানুর রহমান, প্রবীন আওয়ামীলীগ নেতা মাস্টার ফরিদ আহমদ, নুরুল হক, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনজুমান আরা বেগম, কলঘর আবুবকর ছিদ্দিকী বালিকা মাদরাসার সুপার মাওলানা শরিফুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক খন্দকার দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রোস্তম আলী চৌধুরী, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, আওয়ামীলীগ নেতা সৈয়দ মো. আবদুস শুক্কুর, উপ-সহকারি প্রকৌশলী আলা উদ্দিন খান প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তুরের হাজারো নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজার পাসপোর্ট অফিস থেকে দুই রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

পাসপোর্ট তৈরি করতে আসা কক্সবাজারের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে মায়ানমারের নাগরিক দুই রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করা ...

উখিয়ায় হুমকির মুখে বনভূমি

কক্সবাজারের উখিয়ায় অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন বাস্তবায়নে সংশ্লিষ্ট বনের কর্তা ব্যক্তিরা গড়িমসি করার কারণে এ ...

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত ...

ইসলামী চেতনা নিয়েই এই বাংলাদেশে আমাদের বাঁচতে হবে : সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইফ ও সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আল্লাহর অস্ত্বিত্বকে ...

রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্তদের জীবিকায় নতুন মার্কিন উদ্যোগ

কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গা শরণার্থী সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জীবিকা ও জীবনমান উন্নত করার লক্ষ্যে ...

উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেকারিসহ ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

কক্সবাজারের উখিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৩ প্রতিষ্ঠানকে মোট ...