রামুতে ৭ম শ্রেনিতে পড়ুয়া ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করেছে রামু উপজেলা প্রশাসন। জানা গেছে, উপজেলার চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল গ্রামে এক সৌদি প্রবাসীর একমাত্র কন্যা ময়না (ছদ্মনাম)। সে ৭ম শ্রেনিতে পড়ে। মেয়েকে টাকার লোভে জোরপূর্বক প্রবাসী বরের সাথে বিবাহ আয়োজন সম্পন্ন করেছিলো পরিবার। বৃহস্পতিবার ( ২৪ অক্টোবর) রামুর তেচ্ছিপুল সম্রাট কনভেনশন হলে বরযাত্রার আয়োজন করা হয়।
আরও পড়ুন:: রামুতে ৭ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীর বাল্য বিবাহের আয়োজন চলছে
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর উপজেলার পরানিয়া পাড়া গ্রামের জনৈক দুবাই প্রবাসীর সাথে বিয়ের আয়োজন চলছিল। বিয়ের অনুষ্ঠানের খবর পেয়ে কনভেনশন হলে অভিযান পরিচালনা করে রামু উপজেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে বিয়ের স্থল থেকে পালিয়ে যায় কনের মা।
এ বিষয়ে সহকারী কমিশনার ( ভূমি) মো: সাজ্জাদ সাজিদ রাতুল বলেন, বাল্য বিয়ের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে প্রাপ্ত বয়সের প্রমাণপত্র দেখাতে না পারায় বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।