উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন পরিষদে চাল নিয়ে চালবাজি , গুদামে তালা!
উখিয়ায় জালিয়াপালং ইউনিয়ন পরিষদে হতদরিদ্র উপকারভোগীদের চাল বিতরণ না করে বিক্রির উদ্দেশ্যে মজুদ করার অভিযোগ ...
অাবুল কাশেম সাগর,রামু::
রামু থানা পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার অসামী অাবদুল করিম প্রঃ করিম ডাকাত( ৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১৭ সেপ্টেম্বর
বিকাল সাড়ে ৪টার দিকে রামু থানার এসঅাই টিটু মং, এএসঅাই রনির নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের রাবেতা ছাত্রী ছাইনী এলাকায় অভিযান চালিয়ে তাকে অাটক করে। অাটক করিম ডাকাত উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের উত্তর ধেছুয়াপালং এলাকার মোছা অালীর ছেলে।
রামু থানা অফিসার ইনচার্জ অাবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, অাটক করিম ডাকাতের বিরুদ্ধ ডাকাতি, ডাকাতি প্রম্তুতিসহ ৭টি মামলা রয়েছে।
এদিকে করিম ডাকাতকে অাটকের খবরে এলাকার মানুষ রামু থানা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।
পাঠকের মতামত