রামু উপজেলার কাউয়ারখোপে বন্ধুর দায়ের কুপে ডান পা হারিয়েছে ফরিদুল আলম (৩০) নামে এক যুবক। আহত ফরিদুল আলম উখিয়ারঘোনা লামার পাড়া গ্রামের ছৈয়দ আলমের সন্তান। শনিবার ( ২৪ জুলাই) দিবাগত রাত দেড় টার দিকে কাউয়ারখোপ ইউনিয়নের উখিযারঘোনা লামার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রতেক্ষদর্শী এলাকাবাসীরা জানান, একই এলাকার ওবাইদুর রহমানের ছেলে আব্দু শুক্কুরের সাথে বিরোধের জের ধরে এঘটনা ঘটেছে। আহত ফরিদুল আলম জানান, ঘটনার সময়ে রাত্রে স্থানীয় শামসুল আলমের দোকানের বেঞ্চে ঘুমাচ্ছিলেন এসময় এলাকার আব্দু শুক্কুর আমার ডান পায়ে কুপ মেরে পা শরীর হতে আলেদা হয়ে যায় এবং বাম পা ও কুপ মেরে আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরবর্তীতে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় এলাকার মানুষের মাঝে আতংক বিরাজ করছে।