প্রকাশিত: ০৭/০৬/২০১৬ ১০:১৬ পিএম

ramu pic 06.06.16~1রামু প্রতিনিধি::
রামু উপজেলার জোয়ারিয়ানালায় নির্বাচনী সহিংসতায় শিশুসহ ৭ জন আহত হয়েছেন। রবিবার (৫ জুন) রাত সাড়ে আটটায় জোয়ারিয়ানালা ইউনিয়নের গর্জনিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রামু থানা পুলিশ এবং জোয়ারিযানালা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

গত ৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে প্রতিদ্বন্ধিতাকারি সৈয়দা আকতার (মাইক) জানিয়েছেন, নির্বাচনে তিনি মাত্র ৪০ ভোটের ব্যবধানে হেরে যান। জয়ী হওয়া জয়নব আকতার কহিনুর এর নেতৃত্বে একদল উশৃংখল সমর্থক বিজয় মিছিল করার নামে সংঘবদ্ধ হয়ে তার (সৈয়দ আকতার) পক্ষে কাজ করায় আবদুল কাদের এর বাড়িতে হামলায় চালায়।

হামলাকারিরা তারে ঘরের ভিতরে এবঙ সামনের ঘেরা-বেড়া ভাংচুর, পরিবারের সদস্য এবং বেড়াতে আসা মেহমানদের কুপিয়ে ও লাটিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। এতে আহতরা হলেন, ৫ম শ্রেণির ছাত্রী ফারহানা আমিন (১০), মর্জিনা আকতার (১৬), রাফিয়া আলম (১২), আয়েশা বেগম (৫৫), শরীফা আকতার (২০), রুবিয়া আকতার (৩) ও আবদুল কাদের (৭৮)। স্থানীয় জনতা ঘটনার পর আহতদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা সেবা দেন।

হামলায় আহতরা জানান, তাদের বাড়িতে পুরুষ সদস্যরা না থাকার সুযোগে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। হামলাকারিদের মধ্যে টিটু, মোতাহের, সাহাব উদ্দিন, আজিম, ছোটন, বোরহান সহ শতাধিক ব্যক্তি অংশ নিয়েছে।

এদিকে ঘটনাস্থলে আসা রামু থানার এসআই বিল্লাল ও জোয়ারিযানালা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স এ ঘটনায় সুষ্ঠু সমাধানের দিয়ে বলেন, জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার

অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার। যত্রতত্র আবর্জনার স্তূপ, সড়কের পাশের ময়লা এবং সমুদ্র ...

বাণিজ্য মেলা দেখে থেকে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ...

গোপনে বাংলাদেশে এসে টিউলিপের তথ্য নিয়ে গেছে যুক্তরাজ্যের গোয়েন্দারা

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক ...