প্রকাশিত: ১৮/০৫/২০১৬ ১০:০১ পিএম

mail.google.comখালেদ হোসেন টাপু,রামু::

কক্সবাজারের রামু বিশিষ্ট আওয়ামীলীগ নেতা, কাউয়ারখোপ ফরেষ্ট অফিসস্থ ঠিক পাড়ার বাসিন্দা ছৈয়দ আহমদ কালু’র নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। হাজার হাজার মানুষের ভালবাসায় চির নিদ্রায় শায়িত হয়েছেন আওয়ামীলীগ নেতা ছৈয়দ আহমদ (প্রকাশ কালু মেম্বার)।

বুধবার ১৮ মে বেলা ২ টায় উপজেলার কাউয়ারখোপ ফরেষ্ট অফিসের সামনে মাঠে বিপুল সংখ্যক আলেম ওলামা, রাজনৈতিক, সামজিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার মানুষের উপস্থিতিতে মরহুম আওয়ামীলীগ নেতা ছৈয়দ আহমদ কালু’র নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজের পূর্বে মরহুম ছৈয়দ আহমদ কালু’র বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, জেলা আওয়ামীলীগ নেতা জাফর আলম চৌধুরী, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল হক, মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ এবং মরহুমের বড় ছেলে কামরুল।

এসময় উপস্থিত ছিলেন রামু প্রবীণ আওয়ামীলীগ নেতা রশিদ আহমদ বিএ, জেলা আওয়ামীলীগ নেতা, চাকমারকুলের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন কোম্পানী, কাউয়ারখোপের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, আওয়ামীলীগ নেতা রফিক আহমদ চৌধুরী, এড. সিরাজ উদ্দিন, ফরিদ মেম্বার, নুর হোসেন মেম্বার, নুরুল ইসলাম বকুল, হাকিম আলী, বিএনপি নেতা আবুল বশর মেম্বার, মন্ডল পাড়ার বৃহত্তর ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার সিরাজুল হক, মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, কাউয়ারখোপের চেয়ারম্যান প্রার্থী মোঃ শফিক, যুবলীগ নেতা ওসমান সরওয়ার মামুন, ব্যবসায়ী ফরিদ চৌধুরী, মাইমুনুর রশিদ, কবি সুলতান আহমদ মনিরী, রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু প্রমুখ। নামাজের জানাযা পরিচালনা করেন মাওলানা এরশাদ উল্লাহ।

উল্লেখ্য যে, মঙ্গলবার ১৭ মে রাত সাড়ে ১০ টায় কক্সবাজার সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক ছৈয়দ আহমদ (প্রকাশ কালু মেম্বার) (৭০)।   (ইন্নালিল্লাহি.রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর নিজ বাড়ি কাউয়ারখোপ ফরেষ্ট অফিস ঠিক পাড়া এলাকায়। এদিকে মৃত্যুর খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় দলীয় নেতাকর্মীরা জানান, আওয়ামীলীগের ত্যাগী নেতা হওয়ায় রামুতে তিনি ছৈয়দ আহমদ প্রকাশ কালু মেম্বার হিসাবে সর্বমহলে পরিচিত ছিলেন। প্রবীণ আওয়ামী লীগ নেতা ছৈয়দ আহমদ প্রকাশ কালু মেম্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রামু কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামুর প্রবীন আওয়ামীলীগ নেতা রশিদ আহমদ বি.এ, ছৈয়দ আলম সওদাগর,  রামু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ জুনাঈদ বিপ্লব, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু ও রামু উপজেলা যুবলীগ নেতা ওসমান গনি প্রমুখ।

বিবৃতিতে তারা মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পাঠকের মতামত