![](https://www.ukhiyanews.com/wp-content/uploads/2016/08/RAMU-COLLEGE-PIC-2-Max-Width-320-Max-Height-240.jpg)
বিন¤্র শ্রদ্ধা ও ভালবাসার মধ্যদিয়ে রামু উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রামু কলেজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার সকালে জাতীয় পতাকা অর্ধ নমিতকরণ,কালো ব্যাচ ধারণ, সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতে পুস্পস্তবক অর্পণ, রচনা ও বির্তক প্রতিযেগিতা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অধ্যাপক সুপ্রতিম বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল হক। শোক দিবসের তাৎপর্ষ শীর্ষক বক্তব্য রাখেন, অধ্যাপক নিজামুল হক, আবু তাহের, আ.ম.ম জহির। কলেজ ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, প্রাত্তন ছাত্র সাদ্দাম হোসেন, শফিউল আলম। উপস্থিত ছিলেন, অধ্যাপক অহিদুল কবির, অধ্যাপক জাফর আলম, অধ্যাপক প্রনতি দাশ গুপ্তা, অধ্যাপক মাহমুদুল হাসান তওহীদ, অধ্যাপক কিশোর পাল, অধ্যাপক ইজ্জত উল্লাহ, অধ্যাপক মোহাম্মদ হোছাইন, অধ্যাপক ইসরাত জাহান কাকলী, প্রদর্শক মুজিবুল হক, প্রভাষক হুমাইরা আকতার, প্রভাষক মো.ফিরোজ, প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক দিবস বৈদ্য, প্রভাষক মোবারক হোসেন, প্রভাষক নুরুল ইসলাম সুজন, অধ্যাপক আলমগীর, শহিদুল ইসলাম কাজল, প্রভাষক বেলাল উদ্দিন, সেমিনার সহকারী জেসমিন নূরী, প্রভাষক রাজিয়া সোলতানা, প্রভাষক জেসমিন ইসলাম, ববিতা বড়–য়া, প্রদর্শক মানসী বড়–য়া, প্রধান সহকারী নীতিপূর্ণ বড়–য়া, মোঃ আলাউদ্দিন, কাকন বড়–য়া, নরেশ বড়–য়া, মোঃ মিজানুল হক, সঞ্জু বড়–য়া, মঈন উদ্দিন কাদেরী, নুরুল কবির, মোস্তাক আহমদ, আহমদ হোছাইনসহ কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন। সভায় বঙ্গবন্ধু ও নিহত পরিবারবর্গের সদস্যদের আতœার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মোহাম্মদ হোছাইন। সভা শেষে সরকারীভাবে জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী ও বিভিন্ন অবদানের কার্যক্রমের উপর প্রামণ্য চিত্রের ভিডিও প্রদর্শিত হয় এবং রচনা ও বির্তক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল হকসহ শিক্ষবৃন্দ।
![](https://www.ukhiyanews.com/wp-content/uploads/add1.gif)
পাঠকের মতামত