অাবুল কাশেম সাগর,রামু :
কক্সবাজারের রামু কলেজ এইচএসসি ( সমমানের)পরিক্ষার ফলাফলে কারিগরিতে ৯৮ ভাগ শিক্ষার্থী উর্ত্তীণ হয়েছেন। বৃহস্পতিবার বিকালে সারা দেশের ন্যায় রামু কলেজ ঘোষিত কলেজ বোর্ডে ফলাফল তালিকা হতে এ তথ্য জানা যায়।
চলতি বছরে ঘোষিত ফলাফলে রামু কলেজ গড় পাশের হার ৮১ ভাগ। সাধারণ বিভাগে পাশের হার ৬৪ ভাগ অার করিগরিতের পাশের হার ৯৮.১৬ ভাগ। এদিকে দুপুর ২টায় ছাত্র-ছাত্রীরা ফলাফল দেখার জন্য কলেজ ক্যাম্পাসে অানন্দ উচ্ছ্বাসের ভিড় লক্ষনীয়। বিএম শাখার রেজাল্ট প্রত্যাশী নোমান বলেন অামি জিপিএ-৫ প্রত্যাশী ছিলাম। চলতি বছর করিগরি ও সাধারণে প্রশ্ন সৃজনশীল হওয়ায় অাশানরুপ ফলাফল করতে পারি নাই। তবে চলতি বছর ও গত কয়েক বছরে কলেজের অধ্যক্ষ ( ভারপাপ্ত) মোহাম্মদ অাবদুল হক ও সকল শিক্ষকদের অান্তরিক প্রচেষ্টায় গড় পাশের হার ভাল হওয়ায় ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে অভিনন্দন জানান। রামু কলেজে রেজাল্ট বিষয়ে কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ অাবদুল হক জানান, রামু কলেজ ঐতিহ্যবাহী কলেজ, এ কলেজ মাননীয় প্রধানমন্ত্রী ও কক্সবাজার সদর রামু অাসনের মাননীয় সংসদ সদস্য অালহাজ্ব সাইমুম সরওয়ার কমলের অান্তরিক সহযোগিতায় সরকারী করণের চুড়ান্ত তালিকায় অর্ন্তভুক্ত হয়েছে। এবারে ঘোষিত ফলাফলে রামু কলেজ গড়ে ৮১ ভাগ ছাত্র-ছাত্রী পাশ করেছে অাগামী অারও ভাল ফলাফলেরর প্রত্যাশা ব্যক্ত করেন। এদিকে রামু কলেজে গড়ে ভাল ফলাফল অর্জন করায় কলেজের অধ্যক্ষ, সকল শিক্ষক,কর্মচারীদের প্রতি কৃতঙ্গতা ও অভিনন্দন জানান ছাত্র-ছাত্রী ও অভিবাবকবৃন্দ।