প্রকাশিত: ০৩/০৯/২০১৬ ৮:৪৯ পিএম

RAMU COLLEGE PIC 03.09.16 [Max Width 640 Max Height 480]প্রেস বিজ্ঞপ্তি ::
রামু কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।    শনিবার  (০৩ সেপ্টেম্বর ) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিতত্ব অলোচনা সভার সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল হক। অধ্যাপক উজত উল্লাহ’র সঞ্চলনা ও একাদশ শ্রেণির ছাত্র মো.নোমনের পবিত্র কোরআন তেওয়ালওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া শিক্ষা মন্ত্রানালয়ের নির্দেশনাক্রমে জঙ্গিবিরোধী  আলোচনা সভায়  বক্তব্য রাখেন, অধ্যাপক মনির আহমদ, অধ্যাপক আবু তাহের,  অধ্যাপক আ.ম.মো জহির, অধ্যাপক আবু তাহের, নিজামুল হক।

সভায় অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত ) মোহাম্মদ আবদুল হক বক্তব্যে বলেন, জঙ্গিবাদ দেশ ও জাতির শত্রু। আগামীদিনের দেশ ও জাতির কান্ডারি আজকের কোমলমতি ছাত্রসমাজকে সচেতনতার সহিত জঙ্গি ও সন্ত্রাস বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে। উক্ত জঙ্গিবিরোধী আলোচনা সভায় কলেজের নছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ইউচুপ রানা ও এরশাদ উল্লাহ। উপস্থিত ছিলেন, রামু রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কাশেম সাগর, অধ্যাপক জাফর আলম, অধ্যাপক অহিদুল কবির, অধ্যাপক সুপ্রতিম বড়–য়া, অধ্যাপক হারুণ অর রশিদ, প্রনতি দাশ গুপ্তা, হুমাইরা আক্তার, প্রভাষক রাজিয়া সোলতানা, শিল্পী রাণী শর্মা, মো.হোছাইন, প্রভাষক নুরুল ইসলাম সুজন, অধ্যাপক প্রনতি দাশ গুপ্তা, অধ্যাপক মাহমুদুল হাসান তওহীদ, অধ্যাপক কিশোর পাল, অধ্যাপক মোহাম্মদ হোছাইন, অধ্যাপক ইসরাত জাহান কাকলী, প্রদর্শক মুজিবুল হক, প্রভাষক মো.ফিরোজ, প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক দিবস বৈদ্য, মোবারক হোসেন, অধ্যাপক আলমগীর, শহিদুল ইসলাম কাজল, প্রভাষক বেলাল উদ্দিন, সেমিনার সহকারী জেসমিন নূরী, প্রভাষক জেসমিন ইসলাম, ববিতা বড়–য়া, প্রদর্শক মানসী বড়–য়া, প্রধান সহকারী নীতিপূর্ণ বড়–য়া, মোঃ আলাউদ্দিন, কাকন বড়–য়া, নরেশ বড়–য়া, মোঃ মিজানুল হক, সঞ্জু বড়–য়া, মঈন উদ্দিন কাদেরী, নুরুল কবির, মোস্তাক আহমদ, আহমদ হোছাইনসহ প্রমূখ।

পাঠকের মতামত