প্রকাশিত: ১০/০৯/২০১৬ ৩:১৬ পিএম , আপডেট: ১০/০৯/২০১৬ ৪:৩৬ পিএম

ramu-max-width-640-max-height-480অাবুল কাশেম সাগর,রামু
রামু উপজেলার কলঘর সংলগ্ন বাকখাঁলী নদীতে নৌকা দিয়ে পারাপারে নৌকা ডুবে নিঁখোজ স্কুল ছাত্র অাব্দুর রহমান ( ১৬) ও অাসিফুর রহমান ( ১৬)  লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। অাজ শনিবার বেলা ১২ টা ৪০  মিনিট অাসিফুর রহমানের মৃত দেহ ও বিকাল ২ টা ২০ মিনিটে অাব্দুর রহমানের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হল রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ঘাট পাড়া গ্রামের অাওয়ামীলীগ নেতা শামসুল অালমের ছেলে  দশম শ্রেণির ছাত্র অাবদুর রহমান ও একই এলাকার বশির অাহমদের ছেলে অাসিফুর রহমান। তারা দুজনই দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। জানা গেছে  শুক্রবার  ( ৯ সেপ্টেম্বর)  বিকাল ৩টায় রামু বাকখাঁলী নদীর কলঘর ঘাট দিয়ে নৌকা দিয়ে পারা পারের সময় নৌকাটি মাঝ পথে উলঠে গেলে দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনা কবলিত নৌকাটিতে মাঝিসহ ১০-১২ জন যাত্রী ছিল বলে জানা গেছে। নৌকাটি ডুবে যাওয়ায় নৌকার অন্যান্য সদস্য সাতরিয়ে তীরে উঠলে পারলেও নিহত দুজন স্কুল ছাত্র পানিতে ডুবে যায়। পরবর্তীতে কক্সবাজার ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে স্থানীয়রাসহ প্রায় ৬ ঘন্টা উদ্ধার অভিযান পরিচালা করে ব্যর্থ হন। পরবর্তীতে শনিবার ( ১০ সেপ্টেম্বর সকাল হতে প্রায় বিকাল ২ টা পর্ষন্ত চট্রগ্রাম হতে অাসা ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালা করে নিখোঁজ দুই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (স্টেশন অফিসার)  অাবদুল মজিদ জানান, দূর্ঘটনা কবলিত স্থানে নদীর গভীরতা প্রায় ৪০ ফুট তাই প্রাণপণ চেষ্টার ফলেও শুক্রবার  সন্ধ্যা সাড়ে ৬টা পর্ষন্ত  তাদের উদ্ধার করতে না পারায় চট্রগ্রাম হতে ডুবুরি দলের সহায়তায় শনিবার সকাল হতে  উদ্ধার অভিযান পরিচালনা করে বিকাল ২ টা ২০ মিনিটের মধ্যে নিখোঁজ দুই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।  এদিকে নৌকার ডুবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল অালম,  রামু উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার,
দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সুলতান, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল অালমসহ প্রমুখ। অন্যদিকে দীঘ ২৩  ঘন্টা অভিযানের পর হলেও দুই মৃত উদ্ধার হওয়ায় নদীর দুপাড়ে অপেক্ষমান স্থানীয় জনগণ ও নিখোঁজদের স্বজনদের মাঝে সস্তির নিশ্বাস পেলেছেন এবং নিহতে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত