নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮/১০/২০২৩ ৯:৪৬ এএম

রামু সেনানিবাসে অবস্থিত গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজার চার দিনের তৃতীয় ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। চার দিনব্যাপী এই টুর্নামেন্টের গতকাল ছিল সমাপনী দিন।

উক্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সর্বমোট ৯০ পুরুষ গলফার এবং ৩০ মহিলা গলফার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রামু সেনানিবাসের সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মো. মাসুদুর রহমান, এনডিসি, পিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এছাড়াও অনুষ্ঠানে চেয়ারম্যান, ডিএমসিবি, গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী ও ডিএমসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কক্সবাজার অঞ্চলের সেনা কর্মকর্তা ও গলফাররা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ইস্যুতে সবসময় উদারতা দেখিয়েছে বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত বিফ্রিংয়ে এ মন্তব্য করেছেন মুখপাত্র ...

চ্যাম্পিয়নস ট্রফি আসছে বাংলাদেশে, প্রদর্শনী হতে পারে কক্সবাজারে

চ্যাম্পিয়নস ট্রফির আগামী আসর বসার কথা পাকিস্তানে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই টুর্নামেন্টের পর্দা উঠবে। তবে মূল ...