ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/১২/২০২৪ ৮:৪৮ এএম

অতিরিক্ত যানবাহনের চাপে কক্সবাজারের রেজুখাল ব্রিজের দুপাশে প্রায় ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
প্রতিদিন দুপুর সোয়া ১২টা থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হয় এতে কক্সবাজারে আগত পর্যটকদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রাও।

সরেজমিনে দেখা যায়, রেজুখাল ব্রিজের দক্ষিণে উখিয়া উপজেলার নিদানিয়া থেকে উত্তরে রামু উপজেলার পেঁচারদ্বীপের মাঙ্গালাপাড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে শত শত গাড়ি দাঁড়িয়ে আছে।

স্থানীয়রা জানান, এদিন দুপুর থেকেই সড়কটিতে গাড়ির চাপ স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। কারণ কক্সবাজার শহর থেকে এই ব্রিজ অতিক্রম করে পর্যটকরা ইনানী, পাটুয়ারটেক, শামলাপুর, টেকনাফ ও সাবরাং যান।

রোগী নিয়ে টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার পথে আটকে পড়া খোরশেদ আলম বলেন, ‘‘রেজুখাল ব্রিজের পশ্চিম-দক্ষিণ পাশে প্রায় ৪৫ মিনিট ধরে আটকে আছি। গাড়ি কচ্ছপ গতিতে চলছে। দ্রুত রোগীকে হাসপাতালে নিতে না পারলে ক্ষতি হয়ে যাবে।’’

অটোরিকশা চালক শফিউল আলম বলেন, ‘‘ইনানী ব্রিজ থেকে যাত্রী তুলে সোনারপাড়া রিসোর্টের কাছে নামিয়ে দিতে হয়েছে। কারণ দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও যানজট নিরসন হচ্ছিল না।’’

রুবেল হুমায়ূন নামে এক পর্যটক বলেন, ‘‘আধাঘণ্টারও বেশি সময় ধরে একস্থানে থেমে আছি। গাড়ি থেকে নেমে হেঁটে গেলেও হয়তো ইনানী পৌঁছে যেতাম। এরকম যানজট হবে ভাবিনি।’’

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, ‘‘রেজুখাল ব্রিজ দিয়ে দুটি গাড়ি পাশ কাটিয়ে যেতে পারে না। টানা ছুটিতে পর্যটকের চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ চলছে।’’

পাঠকের মতামত

৪৯ কোটি টাকায় কক্সবাজার বিমানবন্দর উন্নয়নে পরামর্শক নিয়োগ

কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান (ডিজাইন ফেইজ) নিয়োগের ক্রয় প্রস্তাবে অনুমোদন ...

কক্সবাজার কৃষক লীগ নেতা আরিফুল্লাহ নুরীকে ধরে পুলিশে দিলেন ছাত্র-জনতা

কক্সবাজার জেলা কৃষক লীগ নেতা আরিফুল্লাহ নুরীকে ধরে পুলিশে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ...