রেলের নাশকতারোধে কক্সবাজারসহ সারাদেশে আনসার মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রেলপথ মন্ত্রণালয় ১৮ ডিসেম্বর এ আদেশ জারি করে।
সারাদেশে রেল লাইন এবং রেলে লাইনের আশপাশে ২ হাজার ৭শ জন আনসার মোতায়েন থাকবে বলে জানা গেছে। কক্সবাজার রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আতিক উদ্দিন জানান, আনসার মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে তবে কতজন আনসার কক্সবাজার অঞ্চলে থাকবে তা জানা যায়নি।
কক্সবাজার স্টেশনে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে বলেও জানান এই সহকারী স্টেশন মাস্টার। ট্রেনে নাশকতারোধে এমন সিদ্ধান্ত বলে জানান রেলপথ মন্ত্রনালয়ের দায়িত্বশীল কর্মকতারা।