প্রকাশিত: ০৭/০৬/২০২২ ৭:৫৬ এএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। অসংখ্য দর্শকপ্রিয় নাটক তার ঝুলিতে। সেই ধারাবাহিকতায় নতুন একটি নাটকে অভিনয় করছেন তিনি। এখানে মেহজাবিনকে দেখা যাবে অ্যাম্বুলেন্স চালক সংগ্রামী নারীর চরিত্রে।

মেহজাবিন চৌধুরী তার ফেসবুকে পোস্টে লিখেছেন, মাঝে মাঝে ভাবি অন্য পেশাতে থাকলে কি জীবনে এত ধরণের অভিজ্ঞতা নেওয়ার সৌভাগ্য হতো? অ্যাম্বুলেন্সের এক্সেলেটরে পা রাখার পর নতুন এক নিজেকে আবিষ্কার করলাম। নতুন গল্প, নতুন চরিত্র; আশা করি ভাল লাগবে সবার।

আসছে কোরবানি ঈদে এ নাটকটি দেখা যেতে পারে বলে জানান পরিচালক। এর আগে গেল রোজার ঈদে মেহজাবিন অভিনীত একাধিক নাটক প্রচার হয়েছে।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...