চারদিনের ‘গুরুত্বপূর্ণ’ সফরে ঢাকায় এসেছেন সাবেক পর্তুগিজ প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘের দশম এই মহাসচিবের এটি বাংলাদেশে দ্বিতীয় সফর, প্রথমবার ২০১৮ সালে এসেছিলেন।
শুক্রবার (১৪ মার্চ), প্রধান উপদেষ্টা ড. ইউনূস সহ রোহিঙ্গাদের সাথে ইফতার আয়োজনে অংশ নিবেন তিনি।
মুসলিম বিশ্বের সাথে সম্প্রীতি জোরদারের প্রয়াস হিসেবে ১৩ই রমজান তিনি রোজা রেখেছেন বলে জাতিসংঘ সূত্রে জানা গেছে।
এবছর রমজান উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ” প্রতি রমজানে, আমি বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের সাথে সংহতি সফর করি এবং রোজা রাখি। এই প্রয়াস বিশ্বকে ইসলামের আসল সৌন্দর্য মনে করিয়ে দেয় ।”
এদিকে, এই সফরকে ঘিরে রোহিঙ্গাদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। নিজ দেশে ফিরতে সেখানে “সেইফ জোন” প্রতিষ্ঠা সহ খাদ্য সহায়তা অর্ধেক কমিয়ে আনার বিষয়টি রোহিঙ্গা প্রতিনিধিরা গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন বলে জানা গেছে।