রোজা রেখে রক্তদান করা যাবে কি,,,?
প্রশ্নটি করেছেন নুরুল আমিন
উখিয়া থেকে
উত্তর:
রোযা অবস্থায় রক্ত দেয়া জায়েজ আছে। তবে যদি রক্ত দেবার কারণে রোযা রাখতে কষ্ট হয়ে যায়, তাহলে রক্ত দেয়া মাকরূহ হবে।
বুখারী শরীফে বর্ণিত আছে,
সাবেত আলবুনানী রাহ. বলেন, হযরত আনাস রা. কে জিজ্ঞাসা করা হল রোযার হালতে শিঙ্গা লাগানোকে কি আপনারা মাকরূহ মনে করতেন? তিনি বলেন, ‘না। তবে এ কারণে দুর্বল হয়ে পড়লে তা মাকরূহ হবে।
কারণ, রক্ত দেয়ার কারণে কোন বস্তু দেহের অভ্যন্তরে প্রবেশ করেনি, তাই তাতে রোযা নষ্ট হওয়ার আসেনা। আর রক্ত নিলে যেহেতু উক্ত শরীরের উল্লেখযোগ্য চারনালী হতে কোন নালী দিয়ে প্রবেশ করা হয়নি, বরং শরীরের অন্যন্য ছোট ছিদ্রের মাধ্যমে প্রবেশ করা হয়ে থাকে, সুতরাং রোযা অবস্থায় কারো শরীরে রক্ত দান করলে বা রক্ত গ্রহণ করলে রোযা নষ্ট হবেনা।
সূত্র: ১. সহীহ বুখারী শরীফ, হাদীস নং, ১৯৪০।
২. ফতোয়ায়ে শামী: খণ্ড ৩, পৃষ্ঠা ৪০০।
৩. বাদায়েউস সানায়ে, খ. ২, পৃষ্ঠা ৯২।
উত্তর প্রদানে-
হাফেজ মাওলানা মুফতী রিদওয়ানুল কাদির
খতীব, মসজিদ-এ সুফিয়া, খুরুস্কুল রাস্তার মাথা, তারাবনিয়ারছড়া, ককসবাজার।
প্রাক্তন মুহাদ্দিস- জামিয়া ইসলামিয়া টেকনাফ, কক্সবাজার।
প্রশ্ন পাঠাতে পারেন আমাদের ফেইসবুকে মেসেজ করে , মেসেজ পাঠানোর ঠিকানা http://facebook.com/ukhiyanewsdotcom
অথবা প্রশ্নটি লিখে আমাদের মেইল করুন; [email protected] ঠিকানায়
পাঠকের মতামত