মার্চে বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রধান
আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ব ফুটবল সংস্থার প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। ...
ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন ঠিকানা সৌদি আরবের ক্লাব আল নাসের। নতুন বছরের শুরুতেই সাত বছরের চুক্তিতে আল নাসেরে যোগ দিচ্ছেন এই পর্তুগিজ সুপারস্টার।
রোনালদোর দলবদলের আলোচনার শুরু থেকেই তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল আল নাসের। শেষ পর্যন্ত সৌদি আরবেই নিজের নতুন ঠিকানা ঠিক করছেন রোনালদো। আল নাসেরের সাথে মৌসুম প্রতি প্রায় ২০০ মিলিয়ন ইউরোতে চুক্তি করছেন এই পর্তুগিজ সুপারস্টার।
কোনো ক্রীড়াবিদ হিসেবে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকের মালিক এখন এই তারকা। প্রায় ১০০ মিলিয়ন ইউরোর সাইন অন ফিও পাচ্ছেন রোনালদো। চুক্তি অনুযায়ী আড়াই বছর সিআরসেভেন থাকবেন খেলোয়াড়ি ভূমিকায়।
এরপর বাকি সময়ে পালন করবেন অ্যাম্বাসেডরের ভুমিকায়। এছাড়া অ্যাম্বাসেডর হিসেবে ২০৩০ সালে বিশ্বকাপ আয়োজন হওয়ার দৌড়ে সৌদি আরবকে সহায়তা করবেন রোনালদো।
পাঠকের মতামত