স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০/০৮/২০২৩ ৮:৫৮ এএম

এমন রেকর্ড ক্রিস্তিয়ানো রোনালদোরও নেই। স্ট্রাইকার তো দূর, অমন রেকর্ড যে কোনো মিডফিল্ডার করে দেখাবেন, সেটা হয়তো কেউ কল্পনাও করেননি। সেটাই করে দেখালেন রিয়াল মাদ্রিদের নতুন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।

গত রাতে আলমেরিয়ার মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ। দুই গোল করেছেন বেলিংহ্যাম, বাকি গোলটা ভিনিসিয়ুস জুনিয়রের। এই নিয়ে রিয়ালের জার্সি গায়ে দ্বিতীয় লিগ ম্যাচ খেলতে নেমেছিলেন বেলিংহ্যাম, লিগ অভিষেকেও গোল পেয়েছেন অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। ফলে লিগে নিজের প্রথম দুই ম্যাচেই তিন গোল করে ফেলেছেন এই মিডফিল্ডার। রিয়ালের জার্সি গায়ে নিজের প্রথম দুই লিগ ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোর গোল ছিল দুটি। এক মিডফিল্ডারের পক্ষে গোলের খেলায় রোনালদোকে পেছনে ফেলা চমকপ্রদই বটে!

২০০৯-১০ মৌসুমের প্রথম লিগে দেপোর্তিভো করুনিয়ার বিপক্ষে ৩-২ গোলে জেতে রিয়াল, ম্যাচে রিয়ালের দ্বিতীয় গোলটা পেনাল্টি থেকে করেছিলেন রোনালদো। দ্বিতীয় ম্যাচে এসপানিওলের বিপক্ষে ৩-০ গোলে পাওয়া জয়ের শেষ গোলটা ছিল রোনালদোর।

এমনিতেই মৌসুম শুরুর আগে করিম বেনজেমা চলে গিয়েছেন, ক্লাব ছেড়েছেন মার্কো আসেনসিওর মতো তারকাও। বিকল্প হিসেবেও যে খুব নামকরা কেউ এসেছেন, তা নয়। স্প্যানিশ স্ট্রাইকার হোসেলু যত কার্যকরীই হন না কেন, বেনজেমা তো আর নন! ফলে গোল করার ভার ভিনিসিয়ুস আর রদ্রিগো সামলাতে পারবেন কি না, সন্দেহ ছিলই। ভিনিসিয়ুস-রদ্রিগোদের সেই ভার কমাতে যে মাঝমাঠ থেকে বেলিংহ্যাম এভাবে সাহায্য করা শুরু করবেন, তা কে ভেবেছিল

পাঠকের মতামত

রোহিঙ্গা ইস্যুতে সবসময় উদারতা দেখিয়েছে বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত বিফ্রিংয়ে এ মন্তব্য করেছেন মুখপাত্র ...

চ্যাম্পিয়নস ট্রফি আসছে বাংলাদেশে, প্রদর্শনী হতে পারে কক্সবাজারে

চ্যাম্পিয়নস ট্রফির আগামী আসর বসার কথা পাকিস্তানে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই টুর্নামেন্টের পর্দা উঠবে। তবে মূল ...