ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৫/২০২৩ ৯:১৭ এএম

জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, ১২ লাখ রোহিঙ্গা বছরের পর বছর বাংলাদেশে বসবাস করছে। ফলে নানা ধরনের সংকট সৃষ্টি হচ্ছে। অনেকে বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়েছে। রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসা চলছে।

প্রধানমন্ত্রী তাদের আশ্রয় দিয়ে মানবতার পরিচয় দিয়েছিলেন। কিন্তু সেটা যুগ যুগ চলতে পারে না। এখন তাদের স্বদেশে প্রত্যাবাসন জরুরি হয়ে পড়েছে। অবশ্যই তাদের মর্যাদা দিয়ে মিয়ানমারে ফেরত নিতে হবে এবং তাদের নাগরিকত্ব প্রদান করতে হবে।

গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে দেওয়ার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। বেশির ভাগ রোহিঙ্গা ফিরে যেতে চায়। তারা তাদের দাবি-দাওয়া দেশের মাটিতে থেকে প্রতিষ্ঠা করতে চায়। খুবই অল্প সংখ্যক রোহিঙ্গা, যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে শুধু তারাই মিয়ানমারে ফিরে যেতে নারাজ।

পাঠকের মতামত

ন্যূনতম খাদ্য গ্রহণে খরচ করতে হচ্ছে দারিদ্র্যসীমার ব্যয়ের চেয়ে প্রায় ৭০% বেশি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে সুস্থভাবে জীবনধারণের জন্য প্রতিদিন যে পরিমাণ খাদ্যশক্তি (২ হাজার ১০০ ...

রোহিঙ্গাদের আত্তীকরণের পক্ষে নয় বাংলাদেশ: পররাষ্ট্র সচিব

রোহিঙ্গাদের আত্তীকরণ বাংলাদেশের জন্য বিবেচনাযোগ্য বিকল্প নয় বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঢাকা প্রধান ল্যান্স ...