প্রকাশিত: ০১/১০/২০১৯ ৪:৩১ পিএম

গত কয়েকদিন ধরে ঢাকার অদূরে কক্সবাজারের বিভিইন লোকেশনে চলছে ‘আগুন’ সিনেমার শুটিং। বদিউল আলম খোকন পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন শাকিব খান ও জাহারা মিতু।

ছবির শুটিংয়ে সেখানে অংশ নিয়েছেন শাকিব খান, মিতু ও মিশা সওদাগর। কিন্তু সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের নিয়ে বেশ বিপাকে পড়েছেন এই ছবির টিম। এমনটাই জানান ছবির নির্মাতা।

বদিউল আলম খোকন বলেন, আমরা আগে টেকনাফের যে সুন্দর লোকেশন ব্যবহার করতাম, তার পাশে এখন রোহিঙ্গা ক্যাম্প। তাদের আশপাশে শুটিং করার অনুমতি পাচ্ছি না। রোহিঙ্গাদের কারণে ইচ্ছামতো সব লোকেশনে শুটিং করা যাচ্ছে না।

স্থানীয়দের মধ্যে রোহিঙ্গা নিয়ে এক ধরনের আতঙ্ক রয়েছে, যা আমাদের মধ্যেও আছে। বলতে গেলে আমরা ছবির শুটিংয়ে এসে রোহিঙ্গা নিয়ে বিপাকে পড়েছি। আমরা দুদিন ধরেই কক্সবাজারে ‘আগুন’ ছবির শুটিং করছি। তবে আগের মতো এখানে শুটিং করে স্বাচ্ছন্দ্য পাচ্ছি না।

তিনি আরও বলেন, শুধু যে শুটিংয়ে সমস্যা, তা নয়। আমরা শিল্পীদের নিয়ে যখন ঢাকার বাইরে শুটিং করি, তখন তাঁদের থাকার জন্য ভালো হোটেল প্রয়োজন হয়। টেকনাফে রোহিঙ্গা থাকার কারণে কক্সবাজারে অনেক এনজিওকর্মী ও দেশ-বিদেশের মানুষ অবস্থান করছেন। যে কারণে ভালো হোটেলে রুম পাওয়াটা কষ্টকর। আবার সাধারণ মানের হোটেলে শিল্পীদের থাকতে দিতে পারি না।

কমল সরকারের গল্পে ‘আগুন’ ছবিতে শাকিব খান ও মিতু ছাড়াও আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...

বুবলীকে কক্সবাজারের শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন, পরিচালকের দাবি

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিক চলচ্চিত্র বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। নায়িকাকে নিয়ে তাই ...