প্রকাশিত: ১০/০৯/২০১৭ ৫:১৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৫ পিএম
এক সময়ের জনপ্রিয় নায়িকা পপি

উখিয়া নিউজ ডেস্ক::
চারদিকে যখন রোহিঙ্গা ইস্যুতে সরব বাংলাদেশের মানুষ, তখন এই ইস্যুতে মর্মাহত চিত্রনায়িকা পপিও। শুধু তাই নয়, নিজের জন্মদিনের দিন তাঁদের প্রতি সম্মান জানিয়ে কাটেননি জন্মদিনের কেক। রবিবার চ্যানেল আই-এর অনুষ্ঠান ‘তারকা কথন’-এ এসে এমনটাই জানালেন এই নায়িকা।

তিনি বলেন, ‘এমন একটা সময় কীভাবে জন্মদিন পালন করি বলেন। আমি খুবই মর্মাহত। তাই এমন ঘটনায় আমি জন্মদিন পালন করব না এবং কেকও কাটব না।’

দিনটি বরাবরই পরিবার-বন্ধুদের সঙ্গে আনন্দ করে উদযাপন করলেও রাত থেকে এখন পর্যন্ত একটি কেকও কাটেননি তিনি। তবে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। তাঁর শুভাকাঙ্ক্ষীরা এবং কাছের মানুষরা পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা।

১৯৯৫ সালে লাক্স আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী হিসেবে মিডিয়ায় পপির অভিষেক ঘটে। চলচ্চিত্রে আসার আগে তিনি শহীদুল হক খান পরিচালিত ‘নায়ক’ নাটকে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করেন। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ ছবি দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরুর পর এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ গেল ঈদে পপি অভিনীত ‘সোনাবন্ধু’ ছবিটি মুক্তি পেয়েছে।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...

বুবলীকে কক্সবাজারের শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন, পরিচালকের দাবি

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিক চলচ্চিত্র বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। নায়িকাকে নিয়ে তাই ...