সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৬/০১/২০২৫ ২:২১ পিএম , আপডেট: ২৬/০১/২০২৫ ৩:০৩ পিএম

উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী বলেছেন, রোহিঙ্গাদের ভোটার কাজে সম্পৃক্ততা থাকলে দল থেকে বহিস্কারের পাশাপাশি ফৌজদারী মামলা করা হবে।

রবিবার সকালে রাজাপালং ইউনিয়ন পরিষদে উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাদমান জামী চৌধুরীর উদ্যোগে হেল্প ডেক্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সরওয়ার জাহান চৌধুরী নেতাকর্মীদের সতর্ক করে আরো বলেন, আমি প্রথমে আমার দলের লোক থেকে ধরবো। অন্য কাউকে ধরবো না। সুতরাং সাবধান, কারণ আপনারা যদি এসব কাজে সহায়তা করেন আমি এখানে সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে লাভ নেই। তাই দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ১৬ বছর বিভিন্ন অনিয়ম অন্যায়,দুর্নীতি হয়েছে। জনগণের অধিকার হরণ করা হয়েছে। এখন আমরা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। ইউনিয়ন পরিষদটা জনগণের,সবাই মিলে ইউনিয়ন পরিষদসহ দেশ গড়তে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। মনে রাখতে হবে এদেশ আমার আপনার সবার।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাদমান জামী চৌধুরী বলেন,রাজাপালং ইউনিয়ন একটি রোহিঙ্গা অধ্যুষিত এলাকা, রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ার কারণে এখানে রোহিঙ্গাদের ভোটার হওয়ার প্রবণতা রয়েছে। তাই এলাকার সচেতন নাগরিক হিসেবে নিজের দায়িত্ব বোধ থেকে এ হেল্প ডেক্স করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া যারা নতুন ভোটার হবে তারা যাতে কাগজপত্র সহ সবকিছু এখান থেকে সহযোগিতা পায় সেজন্য হেল্প ডেক্স তাদের জন্য সহায়ক হবে বলে আমার বিশ্বাস।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ফয়সাল সিকদার টিটু, আব্দুল মালেক মানিক, ইউপি সদস্য নুরুল কবির, সৈয়দ হামজা, হেলাল উদ্দিন, মহিলা ইউপি সদস্য রুকসানা বেগম, খুরশিদা বেগম, শামসুন্নাহার, ইউনিয়ন পরিষদ সচিব সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদনায় / ওবাইদুল হক চৌধুরী

পাঠকের মতামত

বদি ভেতরে ইয়াবা ‘বাইরে’

কক্সবাজারে (টেকনাফ-উখিয়া) আওয়ামী লীগের সাবেক এমপি আবদুর রহমান বদি সরকারি তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক। কথিত ...

রোহিঙ্গা সংকটে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে নতুন মার্কিন উদ্যোগ

রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা ও জীবিকা উন্নয়নে নতুন মার্কিন উদ্যোগ নেওয়া হয়েছে। কক্সবাজার এবং ...