প্রকাশিত: ২১/১১/২০১৭ ৫:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪৭ এএম

উখিয়া নিউজ ডটকম::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা প্রশংসিত হয়েছে।

সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে সেনাকুঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জনগণের কল্যাণে সশস্ত্র বাহিনীকে কাজ করতে হবে।
তিনি বলেন, সামরিক বাহিনীতে দুটি সাবমেরিন মিগ-২১ ও যুদ্ধবিমান যোগ হয়েছে। যাতে সামরিক বাহিনীর আত্মবিশ্বাস বেড়েছে।

এ সময় সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরে সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল পদক পেলেন সেনাপ্রধান

সার্বিক উন্নয়নের জন্য বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল পদক পেয়েছেন ...